Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
২১শে সেপ্টেম্বর থেকে কনকসার ইউনিয়নের সকল ওয়ার্ডে, পর্যায়ক্রমে ওয়ার্ড সভা অনুষ্ঠিত হবে।
বিস্তারিত
এতদ্বারা আপনার অবগতির জন্য জানানো যাইতেছে যে, ২০১৪-২০১৫ অর্থ বছরের আপনার ওয়ার্ডে ওয়ার্ড পর্যায় উন্মুক্ত সভার মাধ্যমে পরিকল্পনা গ্রহন করা আবশ্যক। তাই নিন্ম বর্ণিত ওয়ার্ড ভিত্তিক নির্ধারীত তারিখ ও সময় নির্ধারীত স্থানে সভা আহববান করা হইয়াছে। উক্ত তারিখ ও সময়ে আপনি এবং ওয়ার্ডের জনগনসহ নির্ধারিত স্থানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হইল। প্রয়োজনে মাইকিং বা ঢোল দিয়ে উন্মুক্ত সভার প্রচার করার জন্য অনুরোধ করা হইল। বিঃদ্রঃ- ওয়ার্ডে মোট ভোটারের ৫% ভোটার উপস্থিত থাকতে হবে। ওয়ার্ড নং তারিখ বার ও সময় স্থান ০১ নং ২১-০৯-২০১৪ রবিবার-৩:০০ টা কনকসার মোড়লবাড়ির মসজিদ প্রাঙ্গন। ০২ নং ২২-০৯-২০১৪ সোমবার-৩:০০ টা কনকসার সরকারী প্রাথমিক বিদ্যালয়। ০৩ নং ২৩-০৯-২০১৪ মঙ্গলবার-৩:০০ টা সিংহেরহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়। ০৪ নং ২৪-০৯-২০১৪ বুধবার-৩:০০ টা নাগেরহাট ঈদগা মাঠ। ০৫ নং ২৫-০৯-২০১৪ বৃহস্পতিবার-৩:০০ টা নতুনকান্দি স্কুল এর মাঠ। ০৬ নং ২৭-০৯-২০১৪ শনিবার-৩:০০ টা নাগেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়। ০৭ নং ২৮-০৯-২০১৪ রবিবার-৩:০০ টা ধীৎপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। ০৮ নং ২৯-০৯-২০১৪ সোমবার-৩:০০ টা ঋৃষি বাড়ির পুলের সামনে। ০৯ নং ৩০-০৯-২০১৪ মঙ্গলবার-৩:০০ টা কাহেতারা সরকারী প্রাথমিক বিদ্যালয়।
ডাউনলোড