Title
২১শে সেপ্টেম্বর থেকে কনকসার ইউনিয়নের সকল ওয়ার্ডে, পর্যায়ক্রমে ওয়ার্ড সভা অনুষ্ঠিত হবে।
Details
এতদ্বারা আপনার অবগতির জন্য জানানো যাইতেছে যে, ২০১৪-২০১৫ অর্থ বছরের আপনার ওয়ার্ডে ওয়ার্ড পর্যায় উন্মুক্ত সভার মাধ্যমে পরিকল্পনা গ্রহন করা আবশ্যক। তাই নিন্ম বর্ণিত ওয়ার্ড ভিত্তিক নির্ধারীত তারিখ ও সময় নির্ধারীত স্থানে সভা আহববান করা হইয়াছে। উক্ত তারিখ ও সময়ে আপনি এবং ওয়ার্ডের জনগনসহ নির্ধারিত স্থানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হইল। প্রয়োজনে মাইকিং বা ঢোল দিয়ে উন্মুক্ত সভার প্রচার করার জন্য অনুরোধ করা হইল। বিঃদ্রঃ- ওয়ার্ডে মোট ভোটারের ৫% ভোটার উপস্থিত থাকতে হবে।
ওয়ার্ড নং তারিখ বার ও সময় স্থান
০১ নং ২১-০৯-২০১৪ রবিবার-৩:০০ টা কনকসার মোড়লবাড়ির মসজিদ প্রাঙ্গন।
০২ নং ২২-০৯-২০১৪ সোমবার-৩:০০ টা কনকসার সরকারী প্রাথমিক বিদ্যালয়।
০৩ নং ২৩-০৯-২০১৪ মঙ্গলবার-৩:০০ টা সিংহেরহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়।
০৪ নং ২৪-০৯-২০১৪ বুধবার-৩:০০ টা নাগেরহাট ঈদগা মাঠ।
০৫ নং ২৫-০৯-২০১৪ বৃহস্পতিবার-৩:০০ টা নতুনকান্দি স্কুল এর মাঠ।
০৬ নং ২৭-০৯-২০১৪ শনিবার-৩:০০ টা নাগেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়।
০৭ নং ২৮-০৯-২০১৪ রবিবার-৩:০০ টা ধীৎপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।
০৮ নং ২৯-০৯-২০১৪ সোমবার-৩:০০ টা ঋৃষি বাড়ির পুলের সামনে।
০৯ নং ৩০-০৯-২০১৪ মঙ্গলবার-৩:০০ টা কাহেতারা সরকারী প্রাথমিক বিদ্যালয়।